০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

পাবনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনে মশাল মিছিল

পাবনা ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি হাসান জাফির তুহিনকে বহিরাগত আখ্যা দিয়ে ক্রমেই প্রার্থী পরিবর্তনের দাবি আরো জোরালো হচ্ছে। ব্যাপক অসন্তোষের জায়গা থেকে স্থানীয় প্রার্থী দাবি করে নিয়মিতই নানা কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা।

এরই অংশ হিসেবে ভাঙ্গুড়া উপজেলায় হাসান জাফির তুহিনের পরিবর্তে স্থানীয় প্রার্থীর দাবিতে সোমবার (২৪ নভেম্বর) মশাল মিছিল ও পথসভা করেছেন স্থানীয়রা। বহিরাগতের ঠিকানা ভাঙ্গুড়ায় হবে না, স্থানীয় প্রার্থী চাই সহ বিভিন্ন স্লোগানে মিছিলটি ভাঙ্গুড়া শহীদ মিনার থেকে বের হয়ে ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজার প্রদক্ষিণ শেষে রেল স্টেশন মাঠে এসে একটি পথসভায় মিলিত হয়। এর আগে খণ্ড খন্ড মিছিল নিয়ে কয়েক শত মানুষ শহীদ মিনার এলাকায় এসে জড়ো হন।

পথসভায় বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিটন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জমান রাজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী ও সদস্য মারুফ খান সহ স্থানীয়রা।

এসময় বক্তারা জানান, ফ্যাসিস্টের দীর্ঘ শাসনামলে পাবনা ৩ আসনের জুলুম নির্যাতনের শিকার নেতাকর্মীদের খোঁজ খবর স্থানীয় নেতারা নিয়েছেন। অথচ সেই ত্যাগ ও অবদানকে সঠিকভাবে মূল্যায়ন না করে বাইরে থেকে একজনকে এমপি প্রার্থী করা হয়েছে। এটি পাবনা ৩ আসনের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তাই এই আসনে দ্রুত পরিবর্তন করে বিএনপির স্থানীয় প্রার্থী দেবার আহ্বান জানান বক্তারা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

পাবনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনে মশাল মিছিল

প্রকাশিত : ০৫:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

পাবনা ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি হাসান জাফির তুহিনকে বহিরাগত আখ্যা দিয়ে ক্রমেই প্রার্থী পরিবর্তনের দাবি আরো জোরালো হচ্ছে। ব্যাপক অসন্তোষের জায়গা থেকে স্থানীয় প্রার্থী দাবি করে নিয়মিতই নানা কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা।

এরই অংশ হিসেবে ভাঙ্গুড়া উপজেলায় হাসান জাফির তুহিনের পরিবর্তে স্থানীয় প্রার্থীর দাবিতে সোমবার (২৪ নভেম্বর) মশাল মিছিল ও পথসভা করেছেন স্থানীয়রা। বহিরাগতের ঠিকানা ভাঙ্গুড়ায় হবে না, স্থানীয় প্রার্থী চাই সহ বিভিন্ন স্লোগানে মিছিলটি ভাঙ্গুড়া শহীদ মিনার থেকে বের হয়ে ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজার প্রদক্ষিণ শেষে রেল স্টেশন মাঠে এসে একটি পথসভায় মিলিত হয়। এর আগে খণ্ড খন্ড মিছিল নিয়ে কয়েক শত মানুষ শহীদ মিনার এলাকায় এসে জড়ো হন।

পথসভায় বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিটন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জমান রাজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী ও সদস্য মারুফ খান সহ স্থানীয়রা।

এসময় বক্তারা জানান, ফ্যাসিস্টের দীর্ঘ শাসনামলে পাবনা ৩ আসনের জুলুম নির্যাতনের শিকার নেতাকর্মীদের খোঁজ খবর স্থানীয় নেতারা নিয়েছেন। অথচ সেই ত্যাগ ও অবদানকে সঠিকভাবে মূল্যায়ন না করে বাইরে থেকে একজনকে এমপি প্রার্থী করা হয়েছে। এটি পাবনা ৩ আসনের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তাই এই আসনে দ্রুত পরিবর্তন করে বিএনপির স্থানীয় প্রার্থী দেবার আহ্বান জানান বক্তারা।

ডিএস./