ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদলাত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বাড়াতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালায় জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত গ্রাম আদালতে মোট তিন হাজার ৭২ টি মামলা হয়েছে। এর পাশাপাশি উচ্চ আদালত থেকে আসে আরও ৩২৫ টি মামলা। এ সব গুলো মামলার মধ্যে নিস্পত্তি হয়েছে গড়ে ৭৭.৩৮ শতাংশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শারমীন আক্তার জাহানের উদ্ভোধনের মধ্য দিয়ে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় দেওয়া তথ্য মতে, উল্লেখিত ২০ মাস সময়ের মধ্যে গ্রাম আদালতে প্রতিমাসে গড়ে ১৫০টির মতো মামলা হয়েছে। প্রায় ৭৭ শতাংশ নিষ্পত্তি হওয়া এসব মামলার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৯০.৭৪ শতাংশ। ক্ষতিপূরণ আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৬৮১ টাকা। আদালত আবেদন করেন মোট ৮৩২ জন নারী। বিচার প্রক্রিয়ায় অংশ নেন ১৫ শতাংশ নারী। কর্মশালায়
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তারের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মেরাজুল ইসলাম। এতে আরও জানানো হয়, গ্রাম আদালতকে আরও বেশি সক্রিয় করতে সরকার এ নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সবাইকে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা এ বিষয়ে তারা তাদের নিজেদের মতামত তুলে ধরেন। সভায় এ নিয়ে সবার মাঝে আরও জনসচেতনতা বৃদ্ধি করে সবার মাঝে এই কর্মসূচিকে জনপ্রিয় করে তোলার প্রতি ইঙ্গিত দেয়া হয় ।
১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
২০ মাসে মোট তিন হাজার মামলা, নিস্পত্তি হয়েছে ৭০ শতাংশ
-
শাহাদাত হোসেন সোহেল - প্রকাশিত : ০৬:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- 35
ট্যাগ :
জনপ্রিয়




















