পিরোজপুর জেলায় নতুন পোস্টিংকৃত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পিরোজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে জেলা পুলিশ পিরোজপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবাগত এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। তিনি বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল ও প্রজ্ঞাবান কর্মকর্তাদের মধ্যে অন্যতম বলে পরিচিত।
জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুরে যোগদানের পূর্বে তিনি মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়ে সুনাম অর্জন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী, পিপিএম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা, পিরোজপুর জেলার সকল থানার ওসি, ট্রাফিক ইনচার্জ, ডিআইও–১, ডিএসবি, আরআই পুলিশ লাইনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
ডিএস./




















