০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

প্রথম শ্রেণির ক্রিকেটকে অশ্রুসিক্ত বিদায় জানালেন শামসুর রহমান শুভ

ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানাবেন আগেই ঘোষণা দিয়েছিলেন শামসুর রহমান শুভ । প্রথম শ্রেণির ক্রিকেটের শেষ ইনিংসটি খেলে ফেলেছেন শামসুর রহমান শুভ।
ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচে বরিশাল বিভাগের হয়ে খেলতে নেমে শেষ ইনিংসে ১৭ রান করে তোফায়েল আহমেদের বলে মুবিন আহমেদ দিশানের তালুবন্দি হয়ে
প্রায় ২১ বছরের দীর্ঘ প্রথম শ্রেণির ক্যারিয়ারে ইতি টানলেন ৩৭ বছর বয়সি এই ডান-হাতি ব্যাটার।

শেষ ম্যাচে সতীর্থ ও কোচদের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।ড্রেসিংরুমে ফেরার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন অভিজ্ঞ এই ব্যাটার।শামসুর রহমানের বিদায়ের সময় তাকে ‘গার্ড অব অনার’ দেন দুই দলের ক্রিকেটার ও স্টাফরা।

বাংলাদেশের হয়ে ছয়টি টেস্ট ম্যাচ খেলেছেন শামসুর। ১২ ইনিংসে ৩০৫ রান করেন। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে পরবর্তী নয় ইনিংসে ফিফটির দেখা না পাওয়ায় দলে স্থায়ী হননি। ২০১৪ সালের পর জাতীয় দলে তার আর ফেরা হয়নি।

তিনি তার ফেসবুকে পোষ্টে বলেন, ‘আজ আমি প্রথম শ্রেণির ক্রিকেটে আমার শেষ ইনিংস খেললাম। আমি জানি না কতটা অর্জন করতে পেরেছি, তবে নিজেকে সবসময় সৎ রাখার চেষ্টা করেছি। জানি, আর কোনো দিন সাদা পোশাক পরে খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারব না। এটা একজন খেলোয়াড়ের জন্য ভীষণ কষ্টের মুহূর্ত। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য,এরই মধ্যে আম্পায়ারিং ও ম্যাচ রেফারি হওয়ার জন্য প্রয়োজনীয় কোর্স সম্পন্ন করেছেন শামসুর রহমান। ভবিষ্যতেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা তার।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

প্রথম শ্রেণির ক্রিকেটকে অশ্রুসিক্ত বিদায় জানালেন শামসুর রহমান শুভ

প্রকাশিত : ০৪:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানাবেন আগেই ঘোষণা দিয়েছিলেন শামসুর রহমান শুভ । প্রথম শ্রেণির ক্রিকেটের শেষ ইনিংসটি খেলে ফেলেছেন শামসুর রহমান শুভ।
ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচে বরিশাল বিভাগের হয়ে খেলতে নেমে শেষ ইনিংসে ১৭ রান করে তোফায়েল আহমেদের বলে মুবিন আহমেদ দিশানের তালুবন্দি হয়ে
প্রায় ২১ বছরের দীর্ঘ প্রথম শ্রেণির ক্যারিয়ারে ইতি টানলেন ৩৭ বছর বয়সি এই ডান-হাতি ব্যাটার।

শেষ ম্যাচে সতীর্থ ও কোচদের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।ড্রেসিংরুমে ফেরার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন অভিজ্ঞ এই ব্যাটার।শামসুর রহমানের বিদায়ের সময় তাকে ‘গার্ড অব অনার’ দেন দুই দলের ক্রিকেটার ও স্টাফরা।

বাংলাদেশের হয়ে ছয়টি টেস্ট ম্যাচ খেলেছেন শামসুর। ১২ ইনিংসে ৩০৫ রান করেন। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে পরবর্তী নয় ইনিংসে ফিফটির দেখা না পাওয়ায় দলে স্থায়ী হননি। ২০১৪ সালের পর জাতীয় দলে তার আর ফেরা হয়নি।

তিনি তার ফেসবুকে পোষ্টে বলেন, ‘আজ আমি প্রথম শ্রেণির ক্রিকেটে আমার শেষ ইনিংস খেললাম। আমি জানি না কতটা অর্জন করতে পেরেছি, তবে নিজেকে সবসময় সৎ রাখার চেষ্টা করেছি। জানি, আর কোনো দিন সাদা পোশাক পরে খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারব না। এটা একজন খেলোয়াড়ের জন্য ভীষণ কষ্টের মুহূর্ত। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য,এরই মধ্যে আম্পায়ারিং ও ম্যাচ রেফারি হওয়ার জন্য প্রয়োজনীয় কোর্স সম্পন্ন করেছেন শামসুর রহমান। ভবিষ্যতেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা তার।

ডিএস,.