১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ভোটের পরিবেশ নিশ্চিতের দাবি

ঢাকা-৮ আসনে হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের মিছিল

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রদল। ১২ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম কলেজ গেট এলাকা থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুকের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর আওতাধীন বিভিন্ন কলেজ ও থানা ছাত্রদলের নেতৃবৃন্দ। হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটের মাঠে ভয়ভীতি ও হামলার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। স্বাধীনভাবে প্রচার-প্রচারণার অধিকার সকল প্রার্থীর রয়েছে কিন্তু হামলা ও বাধা গণতন্ত্রের পথে বড় প্রতিবন্ধক।

ছাত্রদল নেতারা হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি কঠোর ভূমিকার আহ্বান জানান তারা।

মিছিলে উপস্থিত ছাত্রনেতারা বলেন, “তফসিল ঘোষণার মাধ্যমে দেশের জনগণ ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। কিন্তু হামলা–ভয়ভীতি সৃষ্টি করে সেই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

প্রতিবাদ কর্মসূচিতে আরও জানানো হয় ছাত্রদল মাঠে থাকবে, ভোট ও গণতন্ত্র রক্ষায় সব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবে। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ভোটের পরিবেশ নিশ্চিতের দাবি

ঢাকা-৮ আসনে হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের মিছিল

প্রকাশিত : ০৪:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রদল। ১২ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম কলেজ গেট এলাকা থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুকের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর আওতাধীন বিভিন্ন কলেজ ও থানা ছাত্রদলের নেতৃবৃন্দ। হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটের মাঠে ভয়ভীতি ও হামলার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। স্বাধীনভাবে প্রচার-প্রচারণার অধিকার সকল প্রার্থীর রয়েছে কিন্তু হামলা ও বাধা গণতন্ত্রের পথে বড় প্রতিবন্ধক।

ছাত্রদল নেতারা হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি কঠোর ভূমিকার আহ্বান জানান তারা।

মিছিলে উপস্থিত ছাত্রনেতারা বলেন, “তফসিল ঘোষণার মাধ্যমে দেশের জনগণ ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। কিন্তু হামলা–ভয়ভীতি সৃষ্টি করে সেই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

প্রতিবাদ কর্মসূচিতে আরও জানানো হয় ছাত্রদল মাঠে থাকবে, ভোট ও গণতন্ত্র রক্ষায় সব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবে। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ডিএস./