সরিষাবাড়ী প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিতঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ৬নং ভাটারা ইউনিয়ন বিএনপি ও মহিলা দল এর আয়োজনে ২নং ওয়ার্ড গোপীনাথপুর এলাকার সনাতন ধর্মানুলম্বী ২৫টি পরিবার নিয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী) বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম এর পক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ভাটারা ইউনিয়ন বিএনপি মহিলা দলের নেত্রী হুসনারা খাতুন বন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামাল জুয়েল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য ও ভাটারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাজাহান আলী আকন্দ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ, ভাটারা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকা, সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে নিরেন্দ্র চন্দ্র গোপ, মিল্টন চন্দ্র গোপ, অতুল চন্দ্র গোপ, রুপা রাণী গোপ ও সন্ধ্যা রাণী গোপ প্রমুখ। এ সময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ফরিদুল কবীর তালুকদার শামীম এর পক্ষে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের মতো তাদের পাশে রয়েছে এবং থাকবে। সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার আহব্বান জানান বক্তারা।
ডিএস./




















