আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নীং কর্মকর্তা মাহমুদা জাহান এর নিকট থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
নির্বাচনী আচরণবিধিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।
এসময় কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন সরকার, কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নির্বাচন কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুল আউয়াল, ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আজাদ হোসাইনসহ বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ডিএস./




















