০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে জুলাই অভ্যত্থানপন্থী গণতান্ত্রিক শক্তিসমূহের মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই অভ্যত্থানপন্থী গণতান্ত্রিক শক্তিসমূহ। শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি, এনসিপির প্রার্থী মো. মাসুদুর রহমান রাসেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই। গণমানুষের ন্যায্য দাবি, গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজের পক্ষে উচ্চকণ্ঠ হলেই রাষ্ট্র ও সন্ত্রাসী শক্তির রক্তচক্ষুর শিকার হতে হয়। জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখে সৈয়দ ওসমান হাদি যে সাহস, দৃঢ়তা ও রাজনৈতিক স্পষ্টতার পরিচয় দিয়েছেন, তা ছাত্র–যুবসমাজের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ জুলাই অভ্যত্থানপন্থী গণতান্ত্রিক শক্তিসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে জুলাই অভ্যত্থানপন্থী গণতান্ত্রিক শক্তিসমূহের মিছিল

প্রকাশিত : ০৩:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই অভ্যত্থানপন্থী গণতান্ত্রিক শক্তিসমূহ। শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি, এনসিপির প্রার্থী মো. মাসুদুর রহমান রাসেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই। গণমানুষের ন্যায্য দাবি, গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজের পক্ষে উচ্চকণ্ঠ হলেই রাষ্ট্র ও সন্ত্রাসী শক্তির রক্তচক্ষুর শিকার হতে হয়। জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখে সৈয়দ ওসমান হাদি যে সাহস, দৃঢ়তা ও রাজনৈতিক স্পষ্টতার পরিচয় দিয়েছেন, তা ছাত্র–যুবসমাজের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ জুলাই অভ্যত্থানপন্থী গণতান্ত্রিক শক্তিসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএস./