জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার সকাল দশটায় সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নুরানী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী নুরানী ভিত্তি কল্যাণ সংস্থার উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সরিষাবাড়ী নুরানী বৃত্তি কল্যাণ সংস্থা সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ১৪ টি মাদ্রাসার প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রায় ৬ শতাধিক শিশু শিক্ষার্থী নূরানী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন আনোয়ার হোসেন, হল সুপার হিসেবে ছিলেন মাওলানা আতাউর রহমান শিহাব। এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, সার্বিক দায়িত্বে ছিলেন হাফেজ মাওলানা সাইদুর রহমান। বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল হাই।
সরিষাবাড়ী নুরানী বৃত্তি কল্যাণ সংস্থার সভাপতি ও নূরানীবৃত্তি পরীক্ষা কেন্দ্রের সচিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বলেন, এবছর নূরানী বৃত্তি পরীক্ষায় লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১৪ টি মাদ্রাসার প্রায় ৬ শতাধিক শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
নুরানী শিক্ষার্থির অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং তারা বলেন আমাদের ছেলেমেয়েরা নুরানী শিক্ষার মাধ্যমে তারা ভবিষ্যতে আদর্শিক শিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ।
ডিএস./




















