আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল সাক্কুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা।
রবিবার (২১ ডিসেম্বর ) কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম ক্রয় করা হয়।
এ সময় কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এবং নেতাকর্মীরা মনিরুল সাক্কুর প্রতি নিজেদের আনুগত্য ও সমর্থন প্রকাশ করেন।
নেতাকর্মীরা জানান, কুমিল্লার উন্নয়ন, নগর ব্যবস্থাপনা ও জনসম্পৃক্ত রাজনীতিতে মনিরুল সাক্কুর ভূমিকা অতুলনীয়। মেয়র থাকাকালীন সময় তিনি নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সেই অভিজ্ঞতা ও জনপ্রিয়তার কারণেই তারা তাকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান।
মনোনয়ন সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত একাধিক নেতা বলেন, “দলের দুঃসময়ে মনিরুল সাক্কু সবসময় রাজপথে ছিলেন। মামলা-হামলা উপেক্ষা করে তিনি কুমিল্লার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের দাবির প্রতিফলন হিসেবেই আজ তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।”
এ বিষয়ে মনিরুল সাক্কুর পক্ষ থেকে জানানো হয়, দলের সিদ্ধান্ত ও চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী তিনি পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন। দলীয় মনোনয়ন পেলে কুমিল্লার মানুষের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমুখী রাজনীতি বাস্তবায়নে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
মনোনয়ন ফরম ক্রয় কালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা,
আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাষ্টার, কুমিল্লা অজিত গুহ কলেজ সাবেক জিএস ওমর ফারুক মিঠু, জেলা ছাত্র দল সাবেক সহসভাপতি আজাহার উদ্দিন বাপ্পি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন মজুমদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন ইকু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, মহানগর যুবদল নেতা জুয়েল রানা।
ডিএস../




















