নওগাঁ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়।
প্রেস রিলিজে জানানো হয়, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে CAREWS 1000 মিলি ও CAREWS 500 মিলি সহ অন্যান্য ব্র্যান্ডের মদ রয়েছে। উদ্ধারকৃত বিদেশি মদের মোট ওজন প্রায় ১৬ লিটার ৬০০গ্রাম। এছাড়া অভিযানে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, মাদক কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে অভিযানে নগদ ১ লাখ ৮ শত ৯০ টাকা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই অর্থ মাদক ব্যবসার লেনদেন থেকে প্রাপ্ত।
প্রেস রিলিজে উল্লেখ করা হয়, উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানায়, মাদক নির্মূলে জেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
ডিএস./




















