০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
কুমিল্লায় ৪০টি মনোনয়ন বিতরণ

কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কুর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে কুমিল্লার রাজনৈতিক অঙ্গন। রোববার সকালে কুমিল্লা-৬ (আদর্শ সদর) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা মোঃ মনিরুল হক সাক্কু।
সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা। এ সময় মনিরুল হক সাক্কুর বিপুল সংখ্যক সমর্থক ও অনুসারী নেতাকর্মী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাডভোকেট গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, “কুমিল্লার গণমানুষের নেতা মনিরুল হক সাক্কু জনগণের দাবির মুখে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।”
উল্লেখ্য, মনিরুল হক সাক্কু ইতিপূর্বে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। সংসদীয় আসন কুমিল্লা-৬ এ তার ব্যাপক জনপ্রিয়তা ও শক্তিশালী ভোটব্যাংক রয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রোজা হাসান জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। সবশেষ রোববার সকাল নাগাদ বিএনপি ১৭টি, জামায়াতে ইসলামী ৮টি, এনসিপি ১টিসহ মোট এযাবৎ ৪০টি মনোনয়ন ফরম তিবরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
এদিকে জাতীয় রাজনীতিতে নানা সমীকরণের মধ্যে তার এই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা কুমিল্লার রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। আগামী ২০২৬ সালের নির্বাচনে কুমিল্লা-৬ আসনে লড়াই বেশ জমজমাট হবে বলে ধারণা করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

কুমিল্লায় ৪০টি মনোনয়ন বিতরণ

কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কুর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে কুমিল্লার রাজনৈতিক অঙ্গন। রোববার সকালে কুমিল্লা-৬ (আদর্শ সদর) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা মোঃ মনিরুল হক সাক্কু।
সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা। এ সময় মনিরুল হক সাক্কুর বিপুল সংখ্যক সমর্থক ও অনুসারী নেতাকর্মী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাডভোকেট গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, “কুমিল্লার গণমানুষের নেতা মনিরুল হক সাক্কু জনগণের দাবির মুখে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।”
উল্লেখ্য, মনিরুল হক সাক্কু ইতিপূর্বে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। সংসদীয় আসন কুমিল্লা-৬ এ তার ব্যাপক জনপ্রিয়তা ও শক্তিশালী ভোটব্যাংক রয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রোজা হাসান জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। সবশেষ রোববার সকাল নাগাদ বিএনপি ১৭টি, জামায়াতে ইসলামী ৮টি, এনসিপি ১টিসহ মোট এযাবৎ ৪০টি মনোনয়ন ফরম তিবরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
এদিকে জাতীয় রাজনীতিতে নানা সমীকরণের মধ্যে তার এই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা কুমিল্লার রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। আগামী ২০২৬ সালের নির্বাচনে কুমিল্লা-৬ আসনে লড়াই বেশ জমজমাট হবে বলে ধারণা করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।