০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫ জনের কারাদণ্ড

  • মীর ছালেহা
  • প্রকাশিত : ০৮:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • 37

নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২০ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিচালিত এক মোবাইল কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা নির্বাহী অফিসার, মনোহরদী এবং সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী মোঃ সজিব মিয়া। অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পরিবহন ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আদালত বসিয়ে দোষীদের শাস্তি প্রদান করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৮:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২০ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিচালিত এক মোবাইল কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা নির্বাহী অফিসার, মনোহরদী এবং সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী মোঃ সজিব মিয়া। অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পরিবহন ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আদালত বসিয়ে দোষীদের শাস্তি প্রদান করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।