আজ শুক্রবার সকাল অনুমান ৮.ঘটিকার সময় ধানমন্ডি মডেল থানাধীন ৩২নং এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার কালে গোপালগঞ্জের তারেক হাসান মোল্লা (৫২) নামে এক ব্যক্তি’কে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
আটক পরবর্তী তার দেহ তল্লাশীকালে তাহার সাথে থাকা ব্যাগে একটি ব্যানার পাওয়া যায়। উক্ত ব্যানারে “নাম পরিবর্তন, বঙ্গ অস্থিত্ব যাদুঘর, এই যাদুঘরটি বাংলাদেশের সমস্ত জনগণের সহযোগিতায় সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরী করা হবে ইনসা আল্লাহ। ঘোষনায় মোল্লা তারু” লেখা আছে।
পরবর্তীতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।ধারনা করা হচ্ছে আকটকৃত ব্যক্তি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএস



















