পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। রবিবার (০৯ সেপ্টেম্বর) উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। তবে এদিন টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৪৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক এদিন ১১ পয়েন্ট কমেছে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭৬ ও ১৯৪৭ পয়েন্টে।
রবিবার ডিএসইতে ৯০০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৮১৭ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮৩ কোটি টাকা।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে ৯১টি বা ২৭.২৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৯৭টি বা ৫৮.৯৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি বা ১৩.৭৭ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একটিভ ফাইন কেমিক্যালসের। এ দিন কোম্পানির ৭১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের ৪৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।
লেনদেনে এরপর রয়েছে- ড্রাগন সোয়েটার, ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার, নাহি অ্যালুমিনিয়াম, কনফিডেন্স সিমেন্ট, ভিএফএস থ্রেড ডাইং এবং আমান ফিড
এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭১১৮ পয়েন্টে। বাজারটিতে ৬১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তীত রয়েছে ২৮টির।

























