০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

আবুল কাশেমের আদর্শকে ধারণ করে কাজ করতে হবে

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল কাশেম এর আদর্শ ও ত্যাগকে বুকে ধারণ করে সকলকে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি যে ভাবে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রাণের ও ভালবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে গেছেন তার এই অবদান বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা ও সুজানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে যুগ যুগ ধরে মনে রাখবে বলে জানান বক্তারা।

সোমবার মরহুম আবুল কাশেমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সুজানগর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শোক সভায় বক্তারা তাদের বক্তৃতায় আরো বলেন, জীবিত থাকাকালীন মরহুম আবুল কাশেমের নেতৃত্বে এই উপজেলা থেকে যেভাবে বিভিন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করে গেছেন আগামীতেও যেন নৌকার এই জয়ের ধারা অব্যাহত থাকে এর জন্য উপস্থিত সকল নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

দীর্ঘ দিনের পরীক্ষিত আদর্শ রাজনীতিক মরহুম আবুল কাশেম এর কনিষ্ট পুত্র ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীনুজ্জামান শাহীন এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া শোক সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য এবং প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মির্জা জলিল, পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মজিবুর রহমান, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন, বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, রাকসুর সাবেক জি, এস ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খন্দকার জাহাঙ্গীর কবির রানা, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহম্মেদ মান্না, আহম্মেদ ফিরোজ কবির, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান খান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জল, আ’লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য আশিকুর রহমান খান সবুজ, সাবেক সিভিল সার্জন কে এম ডাঃ শফিউল আলম বাদশা, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খান, উপজেলা আওয়মী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক ও কবি আলহাজ্ব আমিনুর রহমান খান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এসএম সামছুল আলম, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, চরতারাপুর ইউপি চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, সুজানগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ প্রমুখ বক্তব্য দেন।

শোক সভাটি পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।

পরে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল কাশেমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন সুজানগর হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মো. সিদ্দিকুর রহমান। দোয়া মাহফিলে সুজানগর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সুজানগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আলিম (রিপন), যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এএইচএম কামাল, দপ্তর সম্পাদক মমিনুর রহমানসহ ক্লাবের অনান্য সদস্যবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ অংশ নেন।

এর আগে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি সুজানগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুজানগর থানা চত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, সফল রাজনীতিক মরহুম আবুল কাশেম ২০১৬ সালের এ দিনে পৌরসভার চরসুজানগর গ্রামে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি জিবীত থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর পর তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

দলীয় সূত্রে জানা যায়, তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিনের মধ্যে সাংগঠনিক যোগ্যতার কারণে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন। এর পর ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সুজানগর ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

আবুল কাশেমের আদর্শকে ধারণ করে কাজ করতে হবে

প্রকাশিত : ০৮:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল কাশেম এর আদর্শ ও ত্যাগকে বুকে ধারণ করে সকলকে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি যে ভাবে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রাণের ও ভালবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে গেছেন তার এই অবদান বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা ও সুজানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে যুগ যুগ ধরে মনে রাখবে বলে জানান বক্তারা।

সোমবার মরহুম আবুল কাশেমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সুজানগর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শোক সভায় বক্তারা তাদের বক্তৃতায় আরো বলেন, জীবিত থাকাকালীন মরহুম আবুল কাশেমের নেতৃত্বে এই উপজেলা থেকে যেভাবে বিভিন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করে গেছেন আগামীতেও যেন নৌকার এই জয়ের ধারা অব্যাহত থাকে এর জন্য উপস্থিত সকল নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

দীর্ঘ দিনের পরীক্ষিত আদর্শ রাজনীতিক মরহুম আবুল কাশেম এর কনিষ্ট পুত্র ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীনুজ্জামান শাহীন এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া শোক সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য এবং প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মির্জা জলিল, পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মজিবুর রহমান, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন, বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, রাকসুর সাবেক জি, এস ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খন্দকার জাহাঙ্গীর কবির রানা, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহম্মেদ মান্না, আহম্মেদ ফিরোজ কবির, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান খান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জল, আ’লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য আশিকুর রহমান খান সবুজ, সাবেক সিভিল সার্জন কে এম ডাঃ শফিউল আলম বাদশা, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খান, উপজেলা আওয়মী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক ও কবি আলহাজ্ব আমিনুর রহমান খান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এসএম সামছুল আলম, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, চরতারাপুর ইউপি চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, সুজানগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ প্রমুখ বক্তব্য দেন।

শোক সভাটি পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।

পরে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল কাশেমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন সুজানগর হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মো. সিদ্দিকুর রহমান। দোয়া মাহফিলে সুজানগর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সুজানগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আলিম (রিপন), যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এএইচএম কামাল, দপ্তর সম্পাদক মমিনুর রহমানসহ ক্লাবের অনান্য সদস্যবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ অংশ নেন।

এর আগে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি সুজানগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুজানগর থানা চত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, সফল রাজনীতিক মরহুম আবুল কাশেম ২০১৬ সালের এ দিনে পৌরসভার চরসুজানগর গ্রামে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি জিবীত থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর পর তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

দলীয় সূত্রে জানা যায়, তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিনের মধ্যে সাংগঠনিক যোগ্যতার কারণে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন। এর পর ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সুজানগর ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

বিবি/জেজে