ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান যৌথ আয়োজনে ‘চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস-২০১৮’ র সনদপত্র ও পদক প্রদান করা হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘ও’ লেভেল ‘এ’ লেভেলে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার দেওয়া হয়।
এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রদান করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান, দ্য ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী।
কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘যারা পুরস্কার গ্রহন করেছে তাদের প্রতি শুভেচ্ছা রইল। দেশকে আলোকিত করে গড়ে তোলার বিকল্প নেই। বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে হবে। এই জন্য শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।’ বলেন, ‘তোমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে একটি সুন্দর পৃথিবী গড়তে হবে।’
শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পদক তুলে দেওয়া হয়।
বিবি/ইএম


























