প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে কাজ করছি। সমাজের সর্বস্তরের মানুষের জন্য সরকার উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে।
রোববার মাদারীপুরের শিবচরে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার শিক্ষা প্রসারে প্রতিটি জেলা-উপজেলায় স্কুল সরকারিকরণ করছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।
এর আগে রোববার সকালে পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সেতুর নামফলক উন্মোচনসহ পদ্মাসেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা ও যশোরের মধ্যে রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক রেল সংযোগ প্রকল্পের মডেল সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সেনাবাহিনী প্রধান, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা, পদ্মাসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক র্কমকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিবি /ইএম
























