০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ফজলুর রহমান বাবু’র নতুন গান (ভিডিও

অভিনয়শিল্পী হিসেবে অধিক পরিচিত তিনি। এর বাইরে গায়ক হিসেবেও দারুণ সুনাম কুড়িয়েছেন ছোটো পর্দার জনপ্রিয় মুখ ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি এখন প্রায় নিয়মিতই গান করছেন তিনি।

এরই ধারাবাহিকতায় এবার নতুন একটি গানে কন্ঠ দিলেন ফজলুর রহমান বাবু। ‘খোপা ক’রে চুল বেঁধো না জড়ায় তাতে মন/ খোলা চুলে মন্দ লাগে ভাবো কী কারণ/ বনলতা বলি তোমাকে’- এমন কথাগুলো লিখেছেন ইন্দুবালাখ্যাত সুরকার প্লাবন কোরেশী। আর গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এসকে সমীর।

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। খুব শিগগিরই গানটি মিউজিক ভিডিও রিলিজ হবে বলে জানা গেছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ফজলুর রহমান বাবু’র নতুন গান (ভিডিও

প্রকাশিত : ০২:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮

অভিনয়শিল্পী হিসেবে অধিক পরিচিত তিনি। এর বাইরে গায়ক হিসেবেও দারুণ সুনাম কুড়িয়েছেন ছোটো পর্দার জনপ্রিয় মুখ ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি এখন প্রায় নিয়মিতই গান করছেন তিনি।

এরই ধারাবাহিকতায় এবার নতুন একটি গানে কন্ঠ দিলেন ফজলুর রহমান বাবু। ‘খোপা ক’রে চুল বেঁধো না জড়ায় তাতে মন/ খোলা চুলে মন্দ লাগে ভাবো কী কারণ/ বনলতা বলি তোমাকে’- এমন কথাগুলো লিখেছেন ইন্দুবালাখ্যাত সুরকার প্লাবন কোরেশী। আর গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এসকে সমীর।

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। খুব শিগগিরই গানটি মিউজিক ভিডিও রিলিজ হবে বলে জানা গেছে।

বিবি/রেআ