অভাবের তাড়নায় এক হিন্দু বাড়ীতে চুরি করতে গিয়ে মাথার চুল কেটে দিলো অভিনেতা রাসেল মিয়ার বিস্তারিত জানতে চোখ রাখুন সংশোধন পর্ব ৮৫তে সংশোধন শিরোনামে এখন পর্যন্ত ৮৫টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন রাসেল মিয়া,সমাজে ঘটে যাওয়া নানান অসংগতির সুস্থ সমাধানের লক্ষে ৮৫টি বিষয়ের উপর ৮৫টি স্বল্প দৈর্ঘ্য সমাজে ব্যাপক ভূমিকা রাখছে বলে দর্শকের দাবী!ইউটিউবে সংশোধন অথবা রাসেল মিয়া লিখলেই স্কিনে মুহূর্তেই ভেসে আসেন নির্মাতা/অভিনেতা রাসেল মিয়া!ইতি মধ্যে সংশোধনের ৮৫টি পর্বের মধ্যে অধিকাংশ পর্বই ভিউয়ারে বিভিন্ন ফেসবুকে,লাইক পেইজে৩/৪ কোটি পেরিয়ে!সামাজিক উন্নয়নের দায়বদ্ধতা থেকেই সকলকে সংশোধন দেখার এবং প্রচার করার অনুরোধ জানান রাসেল মিয়া। কৃতজ্ঞতা শিকার করেন সংশোধন ভাইরাল করা ফেসবুক বন্ধুদের প্রতি ।
বিবি /ইএম


























