সড়ক পরিবহন আইন-২০১৮ এ মুহূর্তে পরিবর্তনের সুযোগ নেই এবং এই মুহূর্তে আইন পরিবর্তন করে দাবি মেনে নেয়াও সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর সেতু ভবনে রবিবার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটি জানান তিনি।
তিনি বলেন, এই মুহূর্তে বলতে চাই, ধর্মঘাট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।
জনস্বার্থে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সুতরাং পরিবহন শ্রমিকদের আন্দোলন অর্থহীন। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, আগামীকাল পার্লামেন্ট শেষ হবে। এরপর পার্লামেন্টের কোনো সদস্য ক্ষমতা প্রয়োগ অথবা কোনো কাজ করতে পারবে না। এমনকি নির্বাচন বিধির আচরণ সবাইকে সমানভাবে মানতে হবে।
সেতুমন্ত্রী বলেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এর মধ্যে কোনো ন্যায়সংগত বিষয় থাকলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে। তাই এই মুহূর্তে বলতে চাই ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।
সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে রবিবার সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
ঢাকা থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। দূরপাল্লার কোনো বাস ঢাকার বাইরে থেকে ঢুকছে না। আর রাজধানীতেও পাবলিক বাস নেই বললেই চলে।
বিবি/জেজে























