শুরু হয়েছে নতুন রসুন রোপণ আর এ কাজে বর্তমানে ব্যস্ত সময় পার করছে পাবনার সুজানগর উপজেলার বেশিরভাগ কৃষকেরা ।
সুজানগর উপজেলার ভায়না সাতবাড়ীয়া, নাজিরগঞ্জসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, দিনের শুরুতে ভোর হওয়ার সাথে সাথে তারা তাদের জমিতে রসুন রোপণ শুরু করে আর চলে সন্ধ্যার আগ পর্যন্ত।
রসুন রোপণ কাজে ব্যস্ত চর-সুজানগর গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, এবারে রসুনের দাম কম হওয়ায় অনেক কৃষকই এবছর আর তারা তাদের জমিতে রসুন রোপণ করছে না। কিন্তু আমরা উপায় না পেয়ে জমিতে রসুন রোপণ করছি।
উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক মোনায়েম হোসেন বলেন, এক বিঘা জমিতে রসুন আবাদ করতে ২২ থেকে ২৫ জন দিনমুজুর নিতে হয়। এছাড়া সার বীজ তো আছেই। সব মিলিয়ে বিঘা প্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। কিন্তু আমরা সেই তুলনায় দাম পাচ্ছি না। বর্তমান বাজারে রসুনের দাম অনেক কম।
সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার জানান, গত কয়েকদিন থেকে কৃষকেরা তাদের জমিতে নতুন রসুন রোপণ শুর করেছে। আর এ রোপণ কাজ চলবে ডিসেম্বর মাস পর্যন্ত।
সুজানগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে সুজানগর উপজেলায় নতুন রসুন রোপণের লক্ষমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে ৩’শ হেক্টর জমিতে।
বিবি/জেজে




















