দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গোলাম ফারুক প্রিন্স।
বুধবার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের চর-অঞ্চল ভাদুরডাঙ্গি, আড়িয়া-পোহাইলবাড়ী, ভাঁড়ারা ইউনিয়নের জোতকাঁকুরিয়া, খাসচর বলরামপুর ও চর মধুপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার শুধু শহর অঞ্চলেই নয় প্রত্যন্ত চর-অঞ্চলের মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করে এবং দেশের উন্নয়ন হয়। আর বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসলে তারা কেবল সন্ত্রাস ও লুটপাট করে নিজেদের স্বার্থ হাসিল করে।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র কন্যা বিশ্ব মানবতার মা শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামী লীগ এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশের ব্যাপক উন্নয়ন সাধন করে চলেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এ দেশের মানুষ নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, তৃণমূল জনগণই আওয়ামী লীগের প্রাণ। আর সেকারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার দেশে যে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেবার আহবান জানান।
স্থানীয় আড়িয়া গোহাইলবাড়ী বিদ্যালয় মাঠ চত্বরে চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও চরতারাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান খান সিদ্দিক এর পরিচালনায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সুজানগর জোনাল অফিসের ডিজিএম রমেন্দ্র চন্দ্র রায়।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সুজানগর এলাকা পরিচালক ফিরোজ, আওয়ামী লীগ নেতা জামিলুর ইসলাম মাইকেল, পৌর আওয়ামী লীগের কার্যকারী সদস্য কামরুজ্জামান রকি, আওয়ামী লীগ নেতা হিরক, আল মাহমুদ মোল্লা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী খান ও ঝন্টু প্রাং, রঞ্জু খান, ইকবাল খান, টিপু খান, জেলা ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক আমীর সোহেল মিলন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উদীয়মান তরুণ আওয়ামী লীগ নেতা জয় মাহমুদ জিয়া, চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সুজানগর জোনাল অফিসের ডিজিএম রমেন্দ্র চন্দ্র রায় জানান, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের চর-অঞ্চল ভাদুরডাঙ্গি, আড়িয়া-পোহাইলবাড়ী, ভাঁড়ারা ইউনিয়নের জোতকাঁকুরিয়া, খাসচর বলরামপুর ও চর মধুপুর গ্রামে সর্বমোট ২৯৭ জন গ্রাহকের এই নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
বিব/জেজে




















