সুজানগরে নব-নির্মিত পৌর বাস টার্মিনালের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।
শনিবার দুপুরে গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ও সুজানগর পৌরসভার বাস্তবায়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন এ টার্মিনালটির উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, ওসি শরিফুল আলম, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান এবং মকছেদ আলীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে এমপি খন্দকার আজিজুল হক আরজু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র কন্যা বিশ্ব মানবতার মা শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশের ব্যাপক উন্নয়ন সাধন করে চলেছেন। আর তাই দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা ও ধারাবাহিকতা চলমান রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সকলকে নৌকায় ভোট দেবার আহবান জানান তিনি।
বিবি/জেজে




















