১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

‘আমি কী একের পর এক বিয়ে করে যাব?’

‘বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা’- নাম না করে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন শাহরুখ খান। তবে দীপিকা-রণবীরকে অনেক ভালোবাসা জানিয়েছেন শাহরুখ।

‘জিরো’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা-দীপিকার বিয়ে প্রসঙ্গে কিছুটা বিরক্তি ও কিছুটা রসিকতা মিশিয়ে কিং খান বলেন, এটা ভালো যে সবাই বিয়ে করছে। কিন্তু এতে আমার কী করণীয়? বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা। ওরা বিয়ে করছে এটা ওদের কাছে খুব আনন্দের।

এরপর সন্তান হবে। তাতেও বা আমি কী করব? আমার যা করার ছিল, তা আমি করে ফেলেছি। আমি কী একের পর এক বিয়ে করে যাব?

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি দিলো রাশিয়া

‘আমি কী একের পর এক বিয়ে করে যাব?’

প্রকাশিত : ০৭:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮

‘বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা’- নাম না করে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন শাহরুখ খান। তবে দীপিকা-রণবীরকে অনেক ভালোবাসা জানিয়েছেন শাহরুখ।

‘জিরো’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা-দীপিকার বিয়ে প্রসঙ্গে কিছুটা বিরক্তি ও কিছুটা রসিকতা মিশিয়ে কিং খান বলেন, এটা ভালো যে সবাই বিয়ে করছে। কিন্তু এতে আমার কী করণীয়? বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা। ওরা বিয়ে করছে এটা ওদের কাছে খুব আনন্দের।

এরপর সন্তান হবে। তাতেও বা আমি কী করব? আমার যা করার ছিল, তা আমি করে ফেলেছি। আমি কী একের পর এক বিয়ে করে যাব?

বিবি/এসআর