১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বিজয় দিবসের নাটক ‘অপেক্ষা’

উত্তরায় শুটিং চলছে মহান বিজয় দিবসের বিশেষ নাটক ‘অপেক্ষা’র। নাট্যকার শফিকুর রহমান শান্তনু রচিত নাটকটির নির্মাতা চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন, সুবর্না মুস্তাফা, আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, কাজল সুবর্ন ও আযম খান।

নাটকের গল্পে দেখা যায়, মিলন চাকরি করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। একদিন তিনি দেখেন, তার বস্ খুব চিন্তিত। কথাপ্রসঙ্গে জানতে পারেন, বসের মেয়ে একটা সমস্যার মধ্যে আছে। সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তারা জড়িয়ে পড়েন ৭১ এর মুক্তিযুদ্ধে স্বজনহারা একটি পরিবারের দুঃখ কষ্ট আনন্দ আর এক জীবনের অপেক্ষার সাথে।

এ সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘গল্পটি শহীদ এক মুক্তিযোদ্ধার স্ত্রীর জীবন সংগ্রাম ও অপেক্ষার গল্প। যা দেখে আমরা একইসাথে আবেগতাড়িত ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে উজ্জীবিত হবো।’ নাটকটি আগামী বিজয় দিবসে টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি দিলো রাশিয়া

বিজয় দিবসের নাটক ‘অপেক্ষা’

প্রকাশিত : ০১:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮

উত্তরায় শুটিং চলছে মহান বিজয় দিবসের বিশেষ নাটক ‘অপেক্ষা’র। নাট্যকার শফিকুর রহমান শান্তনু রচিত নাটকটির নির্মাতা চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন, সুবর্না মুস্তাফা, আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, কাজল সুবর্ন ও আযম খান।

নাটকের গল্পে দেখা যায়, মিলন চাকরি করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। একদিন তিনি দেখেন, তার বস্ খুব চিন্তিত। কথাপ্রসঙ্গে জানতে পারেন, বসের মেয়ে একটা সমস্যার মধ্যে আছে। সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তারা জড়িয়ে পড়েন ৭১ এর মুক্তিযুদ্ধে স্বজনহারা একটি পরিবারের দুঃখ কষ্ট আনন্দ আর এক জীবনের অপেক্ষার সাথে।

এ সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘গল্পটি শহীদ এক মুক্তিযোদ্ধার স্ত্রীর জীবন সংগ্রাম ও অপেক্ষার গল্প। যা দেখে আমরা একইসাথে আবেগতাড়িত ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে উজ্জীবিত হবো।’ নাটকটি আগামী বিজয় দিবসে টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

বিবি/রেআ