১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

জন্মদিনে ‘গ্যালিলিও’ সাজবেন আলী যাকের

জার্মান কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে ৩০ বছর আগে ঢাকায় মঞ্চস্থ হয় ‘গ্যালিলিও’। ব্রেটল ব্রেশটের ‘দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি’ অবলম্বনে ‘গ্যালিলিও’ নাটকটির অনুবাদ করেন অধ্যাপক আবদুস সেলিম। শুরুতে এর নির্দেশক ছিলেন একজন বিদেশি। তিনি নিজ দেশে ফিরে যাওয়ার পর নাটকটির নির্দেশনা দেন নাগরিক নাট্য সম্প্রদায়ের আতাউর রহমান। তারপর বেশ কয়েকবার নাটকটি মঞ্চে প্রদর্শিত হলেও ১৯৯৮ সালে নাটকটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। ২০ বছর পর নাটকটি আবারো মঞ্চে এসেছে নাটকটি। এবার নবরূপে নাটকটির নির্দেশনা দিচ্ছেন পান্থ শাহরিয়ার।

এই নাটকটিতে গ্যালিলিও চরিত্রে অভিনয় করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। আজ ৬ নভেম্বর তার জন্মদিন। আর এই দিনে গ্যালিলিও সেজে শিল্পকলায় মঞ্চে হাজির হবেন তিনি। এই চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন আলী যাকের। নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় গত ৫ অক্টোবর মহিলা সমিতিতে প্রদর্শীত হয় নাটকটি। গ্যালিলিওর চরিত্রে আলী যাকের ছাড়াও অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, কাওসার চৌধুরী, ফারুক আহমেদ পান্থ শাহরিয়ারসহ অনেকে।

নাটকটি নিয়ে নির্দেশক পান্থ শাহরিয়ার বলেন, আতাউর রহমানের নির্দেশনায় ‘গ্যালিলিও’ নাটকটি আগে আড়াই ঘন্টার ছিলো সেটাকে আমি দেড় ঘন্টায় নামিয়ে এনেছি। আতা ভাই আশির দশকে যে ‘গ্যালিলিও’ করেছিলেন সেটা বাংলা মঞ্চ নাটকের মাইলস্টোন হয়ে আছে। এটাকে নতুন করে তৈরি করা আমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিলো। আজকের সময়ে মিথ্যা যে চারদিক ঢেকে দিচ্ছে, অথচ গ্যালিলিও তার সময়ে বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে সত্যের জন্য যে ফাইট করেছিলেন এটা তরুণদের অনুধাবন করাতে চাই।’

আজ ৬ নভেম্বর আলী যাকেরের জন্মদিনে দর্শকরা উপভোগ করবেন নাটকটি। আলী যাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। মঞ্চে নূরুলদীনের সারাজীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেনসহ অনেকগুলো নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন। এছাড়া টিভির পর্দায় আজ রবিবার, বহুব্রীহিসহ বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। তিনি বাংলাদেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের স্বত্বাধিকারী। নাট্যব্যক্তিত্ব সারা যাকের তার সহধর্মিণী। আলী যাকের ও সারা যাকের দম্পতির ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া অভিনয়ের সঙ্গে যুক্ত। মজার ব্যাপার হলো আর তার ছেলে ইরেশ যাকের এরও জন্মদিন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি দিলো রাশিয়া

জন্মদিনে ‘গ্যালিলিও’ সাজবেন আলী যাকের

প্রকাশিত : ০১:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮

জার্মান কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে ৩০ বছর আগে ঢাকায় মঞ্চস্থ হয় ‘গ্যালিলিও’। ব্রেটল ব্রেশটের ‘দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি’ অবলম্বনে ‘গ্যালিলিও’ নাটকটির অনুবাদ করেন অধ্যাপক আবদুস সেলিম। শুরুতে এর নির্দেশক ছিলেন একজন বিদেশি। তিনি নিজ দেশে ফিরে যাওয়ার পর নাটকটির নির্দেশনা দেন নাগরিক নাট্য সম্প্রদায়ের আতাউর রহমান। তারপর বেশ কয়েকবার নাটকটি মঞ্চে প্রদর্শিত হলেও ১৯৯৮ সালে নাটকটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। ২০ বছর পর নাটকটি আবারো মঞ্চে এসেছে নাটকটি। এবার নবরূপে নাটকটির নির্দেশনা দিচ্ছেন পান্থ শাহরিয়ার।

এই নাটকটিতে গ্যালিলিও চরিত্রে অভিনয় করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। আজ ৬ নভেম্বর তার জন্মদিন। আর এই দিনে গ্যালিলিও সেজে শিল্পকলায় মঞ্চে হাজির হবেন তিনি। এই চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন আলী যাকের। নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় গত ৫ অক্টোবর মহিলা সমিতিতে প্রদর্শীত হয় নাটকটি। গ্যালিলিওর চরিত্রে আলী যাকের ছাড়াও অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, কাওসার চৌধুরী, ফারুক আহমেদ পান্থ শাহরিয়ারসহ অনেকে।

নাটকটি নিয়ে নির্দেশক পান্থ শাহরিয়ার বলেন, আতাউর রহমানের নির্দেশনায় ‘গ্যালিলিও’ নাটকটি আগে আড়াই ঘন্টার ছিলো সেটাকে আমি দেড় ঘন্টায় নামিয়ে এনেছি। আতা ভাই আশির দশকে যে ‘গ্যালিলিও’ করেছিলেন সেটা বাংলা মঞ্চ নাটকের মাইলস্টোন হয়ে আছে। এটাকে নতুন করে তৈরি করা আমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিলো। আজকের সময়ে মিথ্যা যে চারদিক ঢেকে দিচ্ছে, অথচ গ্যালিলিও তার সময়ে বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে সত্যের জন্য যে ফাইট করেছিলেন এটা তরুণদের অনুধাবন করাতে চাই।’

আজ ৬ নভেম্বর আলী যাকেরের জন্মদিনে দর্শকরা উপভোগ করবেন নাটকটি। আলী যাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। মঞ্চে নূরুলদীনের সারাজীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেনসহ অনেকগুলো নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন। এছাড়া টিভির পর্দায় আজ রবিবার, বহুব্রীহিসহ বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। তিনি বাংলাদেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের স্বত্বাধিকারী। নাট্যব্যক্তিত্ব সারা যাকের তার সহধর্মিণী। আলী যাকের ও সারা যাকের দম্পতির ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া অভিনয়ের সঙ্গে যুক্ত। মজার ব্যাপার হলো আর তার ছেলে ইরেশ যাকের এরও জন্মদিন।

বিবি/রেআ