রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম (৩২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মহানগরীর শাহমখদুম থানার বায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম রাজশাহী মহানগরীর ভুগরইল মহল্লার আবদুল আজিজের ছেলে।
জানা গেছে, ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মফিজুল মারা যান। এ ঘটনায় ভ্যানচালক আবদুল লতিফ (৪৫) আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, নিহত মফিজুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়েছে। ঘাতক ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। তবে এ ঘটনার পরে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে।