নড়াইলে নিখোঁজের নয়দিন পর সুকান্ত (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের বাঁধাল গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং সুকান্ত বাঁধাল গ্রামের পরিমালাকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুকান্ত তার বাবার কাছে মোটরসাইকেলের জন্য আবদার করেন। কিন্তু তার বাবা দুই মাস পরে কিনে দিবেন বলেন। এ নিয়ে সুকান্ত বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে ২৪ অক্টোবর বাড়ি থেকে গিয়ে নিখোঁজ হয়ে যান। ২৫ অক্টোবর তার বাবা পরিমালাকার নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার সকালে ওই গ্রামের নিমাই হাজরার বাড়ির পাশের মেহগনি বাগান থেকে দুর্গন্ধ ভেসে আসে। এরপর বাগানে গিয়ে সুকান্তের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।