সাভারের আশুলিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত মজুমদার জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ট্রাক দু’টি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলেও তিনি জানান।





















