পৃথক অভিযান চালিয়ে ছয়জন জুয়ারি এবং একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হল- আব্দুস ছামাদ (২৩), সোহেল আহম্মদ (২৪), জাহারুল ইসলাম (২০), রাসেল (২১), ফরহাদ রেজা (২২), সাইদুল ইসলাম (২০) ও সন্দীপ সাহা (২২)।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নান্দাইল উপজেলার চারআনী পাড়া এলাকা থেকে ৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী এবং সদরের চুরখাই বাজার এলাকা থেকে ছয় জুয়ারিকে আটক করা হয়।
ডিবি ওসি আরো জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।




















