হঠাৎ করে বাণিজ্য মেলায় প্রবেশে বাধা দেয়া হচ্ছে সাংবাদিকদেরকে মনে হচ্ছে সাংবাদিকরা মেলার জন্য বিষফোঁড়া । প্রবেশ ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণ করাও হচ্ছে সাংবাদিকদের সাথে।
বিগত বছরগুলিতে সাংবাদিকদের অফিস আইডি কার্ড দেখেও প্রবেশ করতে দেয়া হত। এবং অফিস এর পক্ষ থেকে যে কোনও একজন প্রতিবেদক গেলেই অই অফিসে যারা কভারেজ করবে সবার মেলার প্রবেশ আইডি কার্ড দেয়া হত। এইবার তার বেতিক্রম আচরণ করা হচ্ছে, প্রতিটি হাউস থেকে এক থেকে দুইটি কার্ড দেয়া হচ্ছে তাও আবার যার যার কার্ড মেলা থেকে গিয়ে করে আনতে হবে। অথচ এই সাংবাদিকদের কারনেই মেলার প্রসার ঘটে।

মেলায় সাংবাদিকদেরকে প্রবেশ করতে দিলে মেলার পরিচালনা কমিটির সমস্যা কি ? অই সাংবাদিকের জানা নেই, সোমবার এক সাংবাদিক মেলায় প্রবেশ করতে গেলে গেইটের সামনে বাধা দেয়া হয়, সাংবাদিক প্রবেশ করতে চাইলে বলেন আপনি যেতে পারবেন টিকিট কেটে । অই সাংবাদিক পাস কাটার জন্য ভিতরে প্রবেশ করতে হবে বললে গেইটে থাকা সিকিউরিটি এবং ডিফেন্স এর এক লোক বলেন এখন আর পাস দেয়া হবেনা। তারা অই সাংবাদিকের সাথে খারাপ আচরণ করতে থাকে। এক পর্যায়ে অই সাংবাদিক মেলায় প্রবেশ না করেই চলে আসেন।
২০১৩ সাল থেকে ১৫ সাল পর্যন্ত দেশের বৈরি পরিস্থিতে এই সাংবাদিকদের জন্যই মেলায় জনতার ডল নেমেছিল। এই সাংবাদিকদের জন্যই অই সময় মানুষের উপচেপরা ভির ছিল। সাংবাদিকদের কারনেই মেলায় দর্শনার্থীরা উৎসাহ পায়। মিডিয়া উইং হাবিব মোবাইল ফোনে বলেন সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে থাকলে আপনাদের হাতে কলম আছে নিউজ করে দেন ।

























