সিলেটে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগরের ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র গোয়ালাবাজারের হারুণ ম্যানশনের নিচ তলায় এটিএম বুথের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল ইনচার্জ মাইনুল হক চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মো. জালাল আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক তপন ভট্রাচার্য্য, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলাম, ফার্মাস ব্যাংকের ব্যবস্থাপক দেলোয়ার জাহান, ইউসিবি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক ইমরান কালাম, সিনিয়র অফিসার মো. মাসুদ রানা সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও মান্যগণ্য ব্যক্তিগণ।
বিবি/ ইএম




















