এবারে খাঁটি কর্পোরেট অবতারে পর্দায় আসতে চলেছেন বলিউডের হালের হার্টথ্রুব নায়িকাদের একজন পরিণীতি চোপড়া।
পরিচালক দীবাকর বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ ছবিতে এক উচ্চাকাঙ্খী কর্পোরেট মহিলার চরিত্রে দেখা যাবে পরিণীতিকে।
এই ছবিতে পরিণীতির ফার্স্ট লুক সোমবার নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস।
দুটি ভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরিণীতি এবং অর্জুন কাপুরের লাভ-হেট সম্পর্কের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবি। অর্জুন কাপুরকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।
ইশকজাদে ছবি দিয়েই এই জুটির বলিউড প্রবেশ। প্রায় পাঁচ বছর পর ফের দু’জনকে বড় পর্দায় দেখা যাবে। এই প্রথম দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন পরিণীতি। এই নিয়ে বেশি উত্তেজিতও তিনি।
একটি সাক্ষাত্কারে জানালেন, ‘দিবাকরের ছবি সব সময়েই অন্য রকম হয়।
এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ খুসি আমি। আশা করছি দর্শকদের অন্য স্বাদের একটি ছবি উপহার দিতে পারব আমরা। ’