বাংলাদেশের জরুরী হেল্পলাইন নম্বর ৯৯৯ এর হেল্প ডেস্ক থেকে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যানকে ফোনের মাধ্যমে টাঙ্গাইলের মির্জাপুরে বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদটি পৌছে দেয়া হয়। সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. আজগর হোসেন বাল্য বিয়ে বন্ধ করেন। ঘটনাটি উপজেলার বাঁশতৈল গ্রামের মো. মতিয়ার রহমানের বাড়িতে ঘটেছে।
সূত্র জানায়, উপজেলার বাঁশতৈল গ্রামের মো. মতিয়ার রহমানের মেয়ে মুক্তা (১৫) ও পাশ্ববর্তী সখিপুরের একটি ব্যবসায়ীর ছেলের সাথে বিয়ের দিন নির্ধারিত করা হয়। আয়োজনও করা হয়েছিলো। তবে ৯৯৯ এর ফোনে প্রাপ্ত সংবাদ পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. আজগর হোসেন ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এ ব্যাপারে মেয়ের মা একটি মুচলেকা দেন, যাতে উল্লেখ আছে আগামী তিন বছরের মধ্যে অর্থাৎ ১৮ বছর হওয়ার আগে তার মেয়েকে তিনি বিয়ে দেবেন না। মেয়েটি বাঁশতৈল ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনের হেফাজতে রয়েছেন বলেও জানা গেছে।
বিয়ে বন্ধ করার পর উপস্থিত এলাকাবাসীকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে ধারণা দেন এবং বাল্য বিয়ে প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. আজগর হোসেন।
বিবি/ ইএম
























