০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাড়িটিতে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। র‌্যাব তাদের জীবিত ধরার চেষ্টা করছে।

ইতোমধ্যে স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছানোর পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। জিজ্ঞাসাবাদের জন্য বাসাটির কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান আজ সোমবার সকালে বাড়িটি ঘিরে রাখার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বছিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। এটি একটি এক তলা টিনশেডের ভবন। চারটি কক্ষ রয়েছে। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব-২।

তিনি আরো বলেন, বাড়িটির আশপাশ থেকে যখন লোকজন সরানো হচ্ছিল, তখন ‘জঙ্গিরা’ র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে। আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি করেছি। এ সময় একটা বিস্ফোরণ হয়। এরপর ভোররাত সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে আরেকটি বড় বিস্ফোরণ হয়। বাড়িটির ভেতর কতজন জঙ্গি রয়েছে, এ ব্যাপারে র‌্যাব এখনো নিশ্চিত নয়।

র‌্যাব জানায়, ঘেরাও করে রাখা বাড়িটি একটি মসজিদের পাশে। বাড়ির সোহাগ, তার স্ত্রী মৌসুমী ও বাসাটির পাশের মসজিদের ইমাম ইউসুফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে বাসাটির কেয়ারটেকার সোহাগ জানিয়েছে, বাসাটি এক-দেড় মাস আগে ভাড়া নিয়েছিল দুজন। তারাই বাসাটিতে অবস্থান করছিল। ভাড়া নেয়ার সময় তারা কোনো কাগজ জমা দেয়নি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

প্রকাশিত : ১০:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাড়িটিতে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। র‌্যাব তাদের জীবিত ধরার চেষ্টা করছে।

ইতোমধ্যে স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছানোর পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। জিজ্ঞাসাবাদের জন্য বাসাটির কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান আজ সোমবার সকালে বাড়িটি ঘিরে রাখার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বছিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। এটি একটি এক তলা টিনশেডের ভবন। চারটি কক্ষ রয়েছে। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব-২।

তিনি আরো বলেন, বাড়িটির আশপাশ থেকে যখন লোকজন সরানো হচ্ছিল, তখন ‘জঙ্গিরা’ র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে। আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি করেছি। এ সময় একটা বিস্ফোরণ হয়। এরপর ভোররাত সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে আরেকটি বড় বিস্ফোরণ হয়। বাড়িটির ভেতর কতজন জঙ্গি রয়েছে, এ ব্যাপারে র‌্যাব এখনো নিশ্চিত নয়।

র‌্যাব জানায়, ঘেরাও করে রাখা বাড়িটি একটি মসজিদের পাশে। বাড়ির সোহাগ, তার স্ত্রী মৌসুমী ও বাসাটির পাশের মসজিদের ইমাম ইউসুফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে বাসাটির কেয়ারটেকার সোহাগ জানিয়েছে, বাসাটি এক-দেড় মাস আগে ভাড়া নিয়েছিল দুজন। তারাই বাসাটিতে অবস্থান করছিল। ভাড়া নেয়ার সময় তারা কোনো কাগজ জমা দেয়নি।

বিবি/জেজে