পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৫৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।
সোমবার দুপুর ২টার দিকে প্রধান শিক্ষক মো. মনসুর আলী এ ফলাফল ঘোসণা করেন।
এবারে পরীক্ষায় ২২৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল তার মধ্যে ২০২ জন পাস করেছে।
বিজ্ঞান বিভাগ থেকে ৬৩ জনের মধ্যে পাস করেছে ৬২ জন এর মধ্যে এ+ পেয়েছে ১৯ জন। মানবিক বিভাগ থেকে ১১২ জনের মধ্যে পাস করেছে ৯৪ জন। এর মধ্যে এ+ পেয়েছে চার জন। বাণিজ্য বিভাগ থেকে সাত জনের মধ্যে সবাই পাস করেছে। কারিগরি বিভাগ থেকে ৪৪ জনের মধ্যে পাস করেছে ৩৯ জন। এর মধ্যে এ+ পেয়েছে ১১ জন এবং এ পেয়েছেন ২৮ জন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল পাওয়ায় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনসুর আলী।
বিবি/জেজে




















