পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ১টি প্লান্ট ১৫২ দিন বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু করেছে।
জানা গেছে, টাইলস উৎপাদন প্লান্টে মেশিনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে, ৪টি টাইলস প্লান্টের মধ্যে ১টি প্লান্ট গতকাল রবিবার, ১২ মে থেকে কার্যক্রম শুরু করে। কোম্পানিটি প্লান্ট রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ধাপে ৪৬ দিন সময় নিলেও পরে আরও দুই ধাপে বাড়িয়ে মোট তিন ধাপে ১৫২ দিন সময় নেয়।
অপরদিকে কোম্পানির প্লান্ট ৩ সাময়িক সময়ের জন্য মেশিনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে বন্ধ আছে। কোম্পানির অন্যান্য টাইলস এবং স্যানিটারি প্লান্ট স্বাভাবিক হিসাবে চলতে থাকবে।
বিবি/এমএ
























