০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এ বছর দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। শুক্রবার (২৪ মে) রাতে ও শনিবার (২৫ মে) সকালে নদীর গড়দুয়ারা থেকে মদুনাঘাট অংশে মাছের ডিম সংগ্রহকারীরা ‘নমুনা ডিম’ পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে চলতি মাসের শনিবার (৪ মে) রাতে ও রোববার (৫ মে) ভোরে প্রথম দফায় নমুনা ডিম ছেড়েছিল হালদার মা মাছ।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ডিম সংগ্রহকারীরা জানিয়েছেন তারা নদীতে মা-মাছের আনাগোনা দেখছেন এবং অল্প নমুনা ডিম সংগ্রহ করতে পেরেছেন। এখন মাছের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিম থেকে রেণু ও পোনা তৈরির জন্য হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়েছে। জেলেরা আশা করছেন বজ্রসহ প্রবল বর্ষণ শুরু হলেই ডিম ছাড়বে মা মাছ।

এদিকে স্থানীয়রা বলছেন, শুক্রবার বৃষ্টি হলেও তা নদীতে প্রচণ্ড ঢলের সৃষ্টি করতে পারেনি। তাই হয়তো মা মাছ এখনো ভালোভাবে ডিম ছাড়ছে না। বজ্রসহ প্রবল বৃষ্টির আশায় এখন নদী পাড়ের জেলেরা।

 

বিবি/এমএ

ট্যাগ :

মেঘনা  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  নয়ন ও শহীদুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

প্রকাশিত : ০১:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এ বছর দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। শুক্রবার (২৪ মে) রাতে ও শনিবার (২৫ মে) সকালে নদীর গড়দুয়ারা থেকে মদুনাঘাট অংশে মাছের ডিম সংগ্রহকারীরা ‘নমুনা ডিম’ পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে চলতি মাসের শনিবার (৪ মে) রাতে ও রোববার (৫ মে) ভোরে প্রথম দফায় নমুনা ডিম ছেড়েছিল হালদার মা মাছ।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ডিম সংগ্রহকারীরা জানিয়েছেন তারা নদীতে মা-মাছের আনাগোনা দেখছেন এবং অল্প নমুনা ডিম সংগ্রহ করতে পেরেছেন। এখন মাছের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিম থেকে রেণু ও পোনা তৈরির জন্য হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়েছে। জেলেরা আশা করছেন বজ্রসহ প্রবল বর্ষণ শুরু হলেই ডিম ছাড়বে মা মাছ।

এদিকে স্থানীয়রা বলছেন, শুক্রবার বৃষ্টি হলেও তা নদীতে প্রচণ্ড ঢলের সৃষ্টি করতে পারেনি। তাই হয়তো মা মাছ এখনো ভালোভাবে ডিম ছাড়ছে না। বজ্রসহ প্রবল বৃষ্টির আশায় এখন নদী পাড়ের জেলেরা।

 

বিবি/এমএ