০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

এক ম্যাচে ১৫ জনের খেলা সম্ভব নয়: মোসাদ্দেক

যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন দুইজন- হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান এবং অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। প্রাথমিকভাবে এগিয়ে থাকবেন সাব্বিরই। হয়তো শুরুর ম্যাচগুলোতে একাদশে থাকবেন তিনি। তার ফর্ম খারাপ গেলে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক।

তবে এভাবে কারো অফফর্মের কারণে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড্ড আপত্তি মোসাদ্দেকের। তিনি চান দলের সবাই ভালো খেলুক এবং নিজের সুযোগ আসলে ভালো খেলতে চেষ্টা করবেন।

রোববার পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হওয়া প্রস্তুতি ম্যাচের পর সংবাদ মাধ্যমে মোসাদ্দেক বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব ভাল কিছু করার। কেউ খারাপ করলে আমি যাব এভাবে ভাবতে চাই না। আমি চাই বাংলাদেশ দল ভালো করুক। যদি আমার সুযোগ আসে আমি চেষ্টা করব। কারণ এক ম্যাচে ১৫ জনের সবাই খেলা সম্ভব নয়।’

 

বিবি/এমএ

ট্যাগ :

মেঘনা  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  নয়ন ও শহীদুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

এক ম্যাচে ১৫ জনের খেলা সম্ভব নয়: মোসাদ্দেক

প্রকাশিত : ১০:৫৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯

যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন দুইজন- হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান এবং অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। প্রাথমিকভাবে এগিয়ে থাকবেন সাব্বিরই। হয়তো শুরুর ম্যাচগুলোতে একাদশে থাকবেন তিনি। তার ফর্ম খারাপ গেলে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক।

তবে এভাবে কারো অফফর্মের কারণে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড্ড আপত্তি মোসাদ্দেকের। তিনি চান দলের সবাই ভালো খেলুক এবং নিজের সুযোগ আসলে ভালো খেলতে চেষ্টা করবেন।

রোববার পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হওয়া প্রস্তুতি ম্যাচের পর সংবাদ মাধ্যমে মোসাদ্দেক বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব ভাল কিছু করার। কেউ খারাপ করলে আমি যাব এভাবে ভাবতে চাই না। আমি চাই বাংলাদেশ দল ভালো করুক। যদি আমার সুযোগ আসে আমি চেষ্টা করব। কারণ এক ম্যাচে ১৫ জনের সবাই খেলা সম্ভব নয়।’

 

বিবি/এমএ