সাতদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (০৯ জুন) সকাল থেকে ভারতীয় মালবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে। বন্দরটি আবারও পূর্বের কর্মচাঞ্চল্য অবস্থায় ফিরে এসেছে।
দিনাজপুরের হিলি কাস্টমস জানায়, আজ রবিবার সকাল থেকে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। গত ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
বিবি/এমএ




















