একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেছেন, এই প্রকল্পের ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাব থাকলেও প্রকল্পের এমডি ও চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতির কারণে এখানকার কর্মকর্তা ও কর্মচারীরারা দশ বছরেও তাদের চাকরি স্থায়ী করতে পারেননি।
তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়ে বলেন, ‘আমরা আমাদের এক দশকের পরিশ্রম বৃথা যেতে দেবো না।’
তারা এটাও বলেন, আমাদের মা ও প্রধানমন্ত্রী একটু সুনজর দিলে এই প্রকল্পের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর জীবনের একটা গতি হবে।
বিবি/জেজে


























