০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ডিসি সম্মেলন শুরু

পাঁচ দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম দিনে দেশের সকল জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত রয়েছেন।

বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় মিলিত হবেন তারা। প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ‍জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রীর কাছে মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা তুলে ধরবেন। পরে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কীভাবে কাজ করবেন সেই দিক নির্দেশনা দেবেন।

বিকেল থেকে সচিবালয়ে শুরু হবে ডিসি সম্মেলনের কার্য অধিবেশন। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এই অধিবেশন। কার্য অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন ডিসিদের।

রোববার শুরু হয়ে ডিসি সম্মেলন শেষ হবে ১৮ জুলাই। এই প্রথম তিন দিনের বদলে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ডিসি সম্মেলন। সম্মেলনে মোট অধিবেশন ২৯টি আর কার্য অধিবেশন হবে ২৪টি।

১৫ জুলাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। রাষ্ট্রপতি ডিসিদের দিক নির্দেশনা দেবেন। ১৬ জুলাই বিকেলে সুপ্রিম কোর্ট ভবন মিলনায়তনে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন ডিসিরিা। ১৭ জুলাই সকালে মন্ত্রিপরিষদ বিভাগে তিন বাহিনী প্রধানের সঙ্গে ডিসিরা বৈঠক করবেন।

১৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর তারা দেখা করবেন ডেপুটি স্পিকারের (স্পিকার দেশে না থাকায়) সঙ্গে। তার সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ডিসি সম্মেলন।

 

বিবি/ইএম

ট্যাগ :

গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর অনুমোদন জাতিসংঘের

ডিসি সম্মেলন শুরু

প্রকাশিত : ১১:২১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯

পাঁচ দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম দিনে দেশের সকল জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত রয়েছেন।

বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় মিলিত হবেন তারা। প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ‍জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রীর কাছে মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা তুলে ধরবেন। পরে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কীভাবে কাজ করবেন সেই দিক নির্দেশনা দেবেন।

বিকেল থেকে সচিবালয়ে শুরু হবে ডিসি সম্মেলনের কার্য অধিবেশন। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এই অধিবেশন। কার্য অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন ডিসিদের।

রোববার শুরু হয়ে ডিসি সম্মেলন শেষ হবে ১৮ জুলাই। এই প্রথম তিন দিনের বদলে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ডিসি সম্মেলন। সম্মেলনে মোট অধিবেশন ২৯টি আর কার্য অধিবেশন হবে ২৪টি।

১৫ জুলাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। রাষ্ট্রপতি ডিসিদের দিক নির্দেশনা দেবেন। ১৬ জুলাই বিকেলে সুপ্রিম কোর্ট ভবন মিলনায়তনে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন ডিসিরিা। ১৭ জুলাই সকালে মন্ত্রিপরিষদ বিভাগে তিন বাহিনী প্রধানের সঙ্গে ডিসিরা বৈঠক করবেন।

১৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর তারা দেখা করবেন ডেপুটি স্পিকারের (স্পিকার দেশে না থাকায়) সঙ্গে। তার সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ডিসি সম্মেলন।

 

বিবি/ইএম