বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী এবার পাসের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭০.৫৫ শতাংশ।
বুধবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম অনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
তিনি জানান, এবছর ৩৩০ শিক্ষা প্রতিষ্ঠানের ১১৮টি সেন্টারে ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৪ হাজার ৮৮৭ জন পাস করেছে। যার মধ্যে ছাত্র ২১ হাজার ২৫৮ জন এবং ছাত্রী ২৩ হাজার ৬২৯ জন।
এছাড়া এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। যেখানে গত বছর ৬৭০ জন জিপিএ-৫ পেয়েছিল।
তিনি আরো জানান, এ বছর শূন্য পাসকৃত কোন কলেজ নেই। তবে ৫টি কলেজ থেকে শতভাগ পাস করেছে।
বিজনেস বাংলাদেশ-/ এমএ


























