“ব্যক্তি স্বার্থকে ভুলে যান, প্রশ্নপত্র ফাঁস ও গুজবের বিরুদ্ধে রুখে দাড়ান” এই শ্লোগান বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়া থেেক টেকনাফের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মােঃ সাইফুল ইসলাম শান্তি।
প্রকাশ্যে রিফাত হত্যা, প্রশ্নফাঁস ও বর্তমান প্রচলিত গুজুবের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে জনসচেতনতাই তার উদ্দেশ্য।
২১ জুলাই (রোববার) সকাল সাত টায় সাইফুল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে কক্সবাজার জেলার টেকনাফে উদ্দেশ্যে রওনা হয়।
সাইফুল পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার গ্রামের আব্দুল মতিন’র ছেলে এবং হাজী মোহাম্মদ দ্বানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র। সে ২০১৫ সাল থেকে বিভিন্ন ভাবে সামাজিক কাজ করে আসতেছে।
সাইফুল জানায়, বরগুনায় প্রকাশ্যে রিফাত হত্যা আমার হৃদয়ে নাড়া দিয়েছে, জাতিকে মেধা শূণ্য করার জন্য প্রশ্ন ফাঁসই যথেষ্ট অথচ প্রশ্নফাঁস বন্ধ হচ্ছেনা। আমি সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাচ্ছি। এছাড়াও বর্তমান দেশে ছেলে ধরা গুজব চলছে এবিষয়েও আমি সচেতনতা মূলক কথা বলে যাবো।
এদিকে সাইফুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা। এর আগে গত শনিবার সে পঞ্চগড় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সকলকে এই বিষয়ে অবগত করেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















