ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, আপনারা কেউ ছেলেধরা নিয়ে গুজবে কান দেবেন না। যারা ছেলেধরা নিয়ে এসব গুজব সৃষ্টি করছে তাদের পুলিশে ধরিয়ে দিন। গুজব নিয়ে যারা কথা বলবেন, তাদের আইনের আওতায় আনা হবে।
বুধবার সকাল সাড়ে ১০টায় দিকে জামালপুর জেলা পুলিশের আয়োজনে শহরের নাওভাঙ্গা চর এলাকার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পদ্মা সেতুতে মানুষের অমুক কিছু লাগবে বা তমুক কিছু লাগবে এসব মিথ্যা কথা। আপনাদের গুজব সৃষ্টি করে ছেলেমেয়েদের লেখাপাড়ার সমস্যায় ফেলছে। একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা দেশের ভালো চায় না।
এ সময় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান, জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















