জঙ্গী সন্দেহে ময়মনসিংহে তারেক মুহাম্মদ (২২) নামে এক জনকে আটক করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। জেলার
ভালুকা উপজেলার জামিরদিয়া নাসিরগ্লাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
ময়মনসিংহ ডিবি পুলিশের এস আই পরিমল চন্দ্র দাস পিপিএম জানান, সোমবার (২০নভেম্বর) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ তারেক মুহাম্মদকে আটক করা হয়।
আটক জঙ্গী ময়মনসিংহের কোতয়ালী থানার ভরুরচর কুষ্টিয়াপাড়া এলাকার মাও: আফতাবউদ্দীনের ছেলে। সে উপজেলার কাশঁরে বোমা বিস্ফোরনে নিহত জঙ্গী আলম প্রামাণীকের সাথে যোগাযোগ ছিল বলে ডিবি পুলিশ সূত্রে জানা যায়। এবং তাকে জিঙ্গাসাবাদ চলছে।





















