ফরিদপুরের সদরে এক কিশোরীকে (১৭) আটকে রেখে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। গতকাল দুজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি করেন কিশোরীটির মা।
এদিকে পাবনার সদর উপজেলার শিবরামপুরে এক নারী গণধর্ষণের শিকার হয়েছে। গতকাল সকালে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, তিনি ও তাঁর ভাই শিবরামপুরে একটি বাড়িতে ভাড়া থাকেন। গত বুধবার তাঁর ভাই অন্য দিনের মতো কাজে যান। কাজের চাপ বেশি থাকায় ভাই রাতে বাড়িতে ফেরেননি। রাতের খাবার শেষে ভুক্তভোগী নারী ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে বাড়িওয়ালার সহযোগিতায় চার যুবক ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত তাঁকে নির্যাতন চালিয়ে নির্বিঘ্নে চলে যায় যুবকরা। রাতে ভাই বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন।
পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক গতকাল দুপুরে জানান, বাড়িওয়ালা হায়দার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত যুবকদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
বিজনেস বাংলাদেশ-/এমকেএস
























