বিছানায় ডেঙ্গু আক্রান্ত বাবা আর মেঝেতে শুয়ে আছে দুই বছরের শিশু।
কামাল হোসেন পেশায় একজন সেলস অফিসার। আকিজ গ্রুপের যশোর অফিসে কাজ করেন। কামাল হোসেন বলেন, ‘যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ঢাকায় এসেছেন। ঢাকায় তার কোনো আত্মীয়-স্বজন নেই। তার স্ত্রী একাই হাসপাতালের এক রুম থেকে অন্য রুমে দৌড়াচ্ছেন তার রক্তের পরীক্ষা করাতে। তাদের একমাত্র ছেলে আবির বাবা-মাকে ছাড়া থাকতে পারে না। এই জন্য সেওহাসপাতালেই রয়েছে।’
তিনি আরও জনান, হাসপাতালে এদিক সেদিক খেলাধুলা শেষে ক্লান্ত শরীরে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে আবির। তাই বিছানায় বসে ছেলেকে পাহাড়া দিচ্ছেন তিনি।
হাসপাতালের বারান্দায় মশার উপদ্রপ আছে। এতে করে যে কোনো সময় তার শিশুও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন কামাল হোসেন।
কামালের সঙ্গে কথা বলতে বলতেই হাজির হন তার স্ত্রী শায়লা বেগম।
তিনি জানান,হাসপাতালে শত শত মানুষের সিরিয়ালে থেকে স্বামীর পরীক্ষা নিরীক্ষা করাতে হয় তাকে। তাই ছোট শিশুটিকে একাই রেখে গেছেন তিনি।
সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, এ বছর গতকাল শনিবার পর্যন্ত মোট ১০ হাজার ৫২৮ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। আর গতকাল বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৭১ রোগী ভর্তি ছিল। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হওয়া ৬৮৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
দেশের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে ৩৫ জন মারা গেছে। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা মাত্র ৮।
বিজনেস বাংলাদেশ-/এমএ