ময়মনসিংহ জেলা গফরগাঁওয়ে মিনহা (১৮) নামের একাদশ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার পাগলা থানার তারাটিয়া গ্রামের গফরগাঁও-হোসেনপুর সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিনহা উপজেলার আনসারনগর গ্রামের সালাউদ্দিন খানের মেয়ে ও পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্রী।
এসিডদগ্ধ মিনহার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অন্য দিনের মতো বাড়ি থেকে পায়ে হেঁটে মাদরাসায় যাচ্ছিল। গফরগাঁও-হোসেনপুর সড়কের তারাটিয়া গ্রামের বাঘের বাড়ির কাছে এলে একটি মোটরমাইকেলে করে দুই অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার সামনে এসে তার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তিনি চিৎকার করেতে করতে সড়কের পাশে ছফির উদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং অবস্থার অবনতি হলে মিনহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মিনহা’র পিতা সালাউদ্দিন খান জানায়, জানা মতে তার পরিবারেরর লোকজনের সাথে এবং তার মেয়ের সাথে কারো কোনো শক্রতা নেই। পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদরাসার পক্ষ থেকে বিষয়টি পাগলা থানার ওসিকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জাসান খান বলেন, আমরা ঘটনা শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেব। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
বিজনেস বাংলাদেশ-/এমকেএস
























